‘খালেদা জিয়াকে বন্দি করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না’

0

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়াকে আগে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। এখন গৃহবন্দি করে রাখা হয়েছে। তাকে বন্দি করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। পরিবারের চাহিদা অনুযায়ী তাকে প্রয়োজনে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নূরপুরে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন। বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ছলিম উল্লাহর সভাপতিত্বে ও গোলাম কিবরিয়া চৌধুরী বেলালের পরিচালনায় এতে অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ, অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিম।

এর আগে অতিথিরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com