‘খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করে মসনদ দখল করে সরকার অবৈধভাবে দেশ চালাচ্ছে’

0

বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সারোয়ার বলেছেন, বিরোধী দলীয় নেত্রীকে বন্দি করে মসনদ দখল করে আত্বীয় স্বজনদের সরকার অবৈধভাবে দেশ চালাচ্ছে।

যেখানে সরকার গঠন করতে ১৫৩টি আসনের দরকার সেখানে তারা বিনা ভোটে ১৫৪টি সিট দখল করে আজ গণতন্ত্র ধ্বংস করে দিয়ে মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবৈধ সরকারের সাথে আপস করে নাই বলে তাকে মিথ্যা মামলায় আটক করে রাখা হয়েছে।

তিনি বলেন, আদালতের রায়ের মাধ্যমে সরকারের সাজানো মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জেলে পাঠিয়ে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দেশের মানবাধিকার বিতাড়িত করেছে এই অবৈধ সরকার।

সোমবার (৮ ফেব্রুয়ারি) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট (ষড়যন্ত্রমূলক) মামলায় বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র বিরুদ্ধে মিথ্যা মামলায় ফারমায়েশি রায়ে সাজা দিয়ে ৩ বছর কারাবন্দি রাখার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্বের বক্তব্যতে তিনি একথা বলেন।

এ সময় আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, সৈয়দ আহসান কবির হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর পাঠান, সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, মহানগর শ্রমিক দল সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ খান, মহানগর মহিলা দল নেত্রী শামিমা আকবর, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, মহানগর যুবদল সভাপতি অ্যাডভোকেট আখতারুজ্জামান শামীম। অনুষ্ঠান সঞ্চলনা করেন মহানগর যুবদল সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ পারভেজ।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এর আগে একই প্রতিবাদে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বরিশাল (দক্ষিণ জেলা) বিএনপি আয়োজিত সমাবেশে জেলা সভাপতি এবায়েদল হক চাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাভোকেট আবুল কালাম শাহিন, জেলা মহিলা দল সভাপতি অধ্যাপক ফারহানা তিথি, কোতয়ালী সভাপতি অ্যাডভোকেট. এনায়েত হোসেন বাচ্চু, উজিরপুর পৌর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান, বাকেরগঞ্জ পৌর সাধারণ সম্পাদক মোফাজ্জেল হাং, জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি।

প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, জেলা দপ্তর সম্পাদক মন্টুখান, আলহাজ নুরুল আমিন, রফিকুল ইসলাম সেলিম, নাসির হাওলাদার সহ জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com