খুলনায় বিএনপির প্রতিবাদ সমাবেশ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দিত্বের তিন বছর পূর্তিতে খুলনায় বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জানুয়ারি) দুপুরে মহানগরের কে ডি ঘোড রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে খুলনা মহানগর ও জেলা বিএনপি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির এজাজ খান, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, খায়রুল ইসলাম খান জনি, শেখ সাদী, চৌধুরী নাজমুল হুদা সাগর, মুজিবর রহমান, হেমায়েত হোসেন, শরিফুল ইসলাম বাবু প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদ ও ওয়াহিদুজ্জামান রানা।