বাইডেনের আমেরিকার সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় চীন

0

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ‘অনুমেয় ও গঠনমূলক পথে’ এগিয়ে নিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।

এই আহ্বান জানান চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পররাষ্ট্রবিষয়ক কমিশনের পরিচালক ইয়াং জিয়েচি।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে অনলাইনে একটি অনুষ্ঠানে আয়োজন করেছিল দেশটির কমিউনিস্ট পার্টির ন্যাশনাল কমিটি। এই অনুষ্ঠানে ইয়াং আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। বেইজিং দুই দেশের মধ্যে সম্পর্ক এমন একটি পথে এগিয়ে চায়, যে পথে ‘কোনো সংঘর্ষ, কোনো মুখোমুখি অবস্থান থাকবে না এবং পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে দুই পক্ষই লাভবান হবে’। এই ‘সহযোগিতা’ শব্দটি তিনি ২৪ বার উচ্চারণ করেছেন তাঁর বক্তব্যে।

চীনের এই শীর্ষ কূটনৈতিক আরও বলেন, চীনের অভ্যন্তরীণ ইস্যু, যেমন হংকং ও তিব্বতের বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করা উচিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের দায়িত্ব গ্রহণের পর থেকে দুই দেশের সম্পর্ক নিয়ে কথা বলছেন তিনি।

এ নিয়ে সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে ইয়াংয়ের বরাতে বলা হয়েছে, বিগত কয়েক বছরে ট্রাম্পের প্রশাসন চীনের বিরুদ্ধে ভুল নীতি গ্রহণ করেছিল। ফলে দুই দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক সবচেয়ে কঠিন সময় পার করেছে।

তিনি আশা প্রকাশ করেছেন, বাইডেন সেই ভুল নীতি গ্রহণ করবেন না। যদিও বাইডেনের উপদেষ্টারা ইতিমধ্যে ট্রাম্পের নীতি অনুসরণ করেই বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com