৯ জুলাই এর মধ্যে কার্যকর হবে সংশোধিত নাগরিকত্ব আইন: অমিত শাহ

0

৯ জুলাই এর মধ্যে ভারতে কার্যকর হবে সংশোধিত নাগরিকত্ব আইন। লোকসভায় বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন লোকসভার বিশেষ কমিটি নাগরিকত্ব আইন প্রয়োগের জন্যে ৯ এপ্রিল এবং রাজ্যসভার কমিটি আইন প্রয়োগের জন্যে সরকারকে ৯ জুলাই পর্যন্ত সময় দিয়েছে। ৯ জুলাই এর মধ্যে এই আইন চালু হবে। তিনি জানান, সংশ্লিষ্ট বিষয়ের আইনি খুঁটিনাটি দেখে একটি নতুন আইন পাসের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, ২০১৯ সালে সংসদের উভয়কক্ষে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পর দিল্লি, আসাম এবং পশ্চিম বাংলায় আগুন জ্বলে ওঠে। সংঘর্ষে প্রাণ যায় ৫০ জনের। দিল্লির শাহিনবাগে অবস্থান বিক্ষোভে জনজীবন বিপর্যস্ত হয়।

নাগরিকত্ব বিল নিয়ে ক্ষোভ রয়েছে পশ্চিমবঙ্গের মতুয়াদের মধ্যেও। এই ভোটব্যাংককে অমিত শাহ কি বলেন তা দেখার এখন অপেক্ষা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com