প্রধান নির্বাচন কমিশনার একজন রুচিহীন মানুষের উদাহরণ: রিজভী

0

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা হচ্ছেন একজন রুচিহীন মানুষের উদাহরণ।

গতকাল শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, নির্বাচনে ২২ শতাংশ ভোট পড়ার মানে জনগণ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। চট্টগ্রাম সিটি নির্বাচনে কেন্দ্র থেকে বিএনপির সকল এজেন্টকে বের করে দিয়ে একটি তামাশার নির্বাচন করা হয়েছে।

এছাড়া ইভিএমকে প্রতারণা ও জালিয়াতির মেশিন উল্লেখ করে বিএনপি নেতা বলেন, ইভিএম-এ ভোট করে লাভবান হয় বলেই ইসি এই যন্ত্র ব্যবহার করছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com