বিরাট কোহলি ও তামান্না ভাটিয়াকে আইনি নোটিশ
আবারো আলোচনায় ভারতীয় জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। একই তালিকায় এবার নাম এসেছে দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়ার।
অনলাইন রামি (এক ধরনের জুয়া) খেলার প্রচারণায় যুক্ত থাকায় এই নোটিশ পাঠিয়েছেন কেরালার হাইকোর্ট। শুধু বিরাট বা তামান্না নয়, নোটিশ পেয়েছেন অভিনেতা আজু ভারঘেজও। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে এমনটিই বলা হয়েছে।
অনলাইন রামি খেলতে গিয়ে ২১ লাখ টাকা হারিয়ে আত্মহত্যা করেন কেরালার কাট্টাক্কাদা অঞ্চলের এক বাসিন্দা। তারপর থেকে কেরালা সরকার জানিয়ে দেয়, রাজ্যে এমন অনলাইন জুয়া বা রামি খেলার ওয়েবসাইটগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। এরপরই আদালতে পিটিশন জমা দেন আইনজীবী পাওলি ভাদাক্কানে। সেই মামলার শুনানিতেই কেরালা হাইকোর্ট এই নোটিশ পাঠালেন।