সিরিয় যুবকদের পদতলে পিষ্ট হবে সেখানকার মার্কিন ঘাঁটিগুলো: ইরান

0

ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, সিরিয় যুবকদের পদতলে পিষ্ট হবে সেখানকার মার্কিন ঘাঁটিগুলো।

বুধবার (১ জানুয়ারি) শহিদ কাসেম সোলাইমানির শাহাদাতের পঞ্চম বার্ষিকীর প্রাক্কালে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। খবর তসনিম নিউজের।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, প্রতিরোধ সংগ্রামের অক্ষ বা ফ্রন্টের উজ্জীবন ছিল শহিদ সোলাইমানি কৌশলগত নীতি ও এই নীতি সফল করতে তিনি সব সময় সক্রিয় ছিলেন। পবিত্র স্থানগুলোর পবিত্রতা রক্ষা করা ছিল কাসেম সোলাইমানির মূল-নীতি বা আদর্শ এবং তিনি ইরানকেও পবিত্র স্থান মনে করতেন।

ইমাম খামেনি শহিদ সোলাইমানির আত্মত্যাগ ও নানা অবদানকে অতুলনীয় বলে প্রশংসা করেন।

বুধবার সকালে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরআইজিসি’র কুদস্ ব্রিগেডের সাবেক প্রধান শহিদ জেনারেল কাসেম সোলাইমানির পঞ্চম শাহাদাত-বার্ষিকীর প্রাক্কালে তার পরিবার-পরিজন ও ২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরে সন্ত্রাসী মার্কিন ড্রোন হামলায় তার সঙ্গে শহীদ হওয়া সহযোগী বা সঙ্গীদের পরিবার-পরিজন ও গত বছরে কেরমান প্রদেশে শহিদ কাসেম সোলাইমানির সমাধি-স্থলের কাছে সন্ত্রাসী হামলায় শহিদ হওয়া ব্যক্তিদের পরিবারবর্গকে দেওয়া এক সাক্ষাতে বক্তব্য রাখতে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতা ওইসব মন্তব্য করেন।

এই সমাবেশে অন্য অনেক শহিদ পরিবার, প্রতিরোধ অঙ্গনের অনেক ত্যাগী কর্মী বা যোদ্ধা ও ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন।

ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা পবিত্র স্থানগুলোর প্রতিরক্ষার জিহাদে শহিদদের পরিবারবর্গের এই সমাবেশে আরও বলেছেন, সিরিয়ার মালিক হলেন সিরিয় জনগণ, সিরিয়ার ভূমিতে আগ্রাসনকারীরা নিঃসন্দেহে দেশটির আত্মমর্যাদাশীল যুবকদের শক্তির মোকাবিলায় পিছু হটবে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, সিরিয়ায় একের পর এক সামরিক ঘাঁটি গড়ে তুলছে মার্কিন সরকার, কিন্তু আগ্রাসীদের উচিত অন্য এক জাতি বা দেশের ভূখণ্ড থেকে বেরিয়ে যাওয়া, তা না হলে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে; তাই মার্কিন ঘাঁটিগুলো অবশ্যই সিরিয় যুবকদের পদতলে পিষ্ট হবে।

তিনি সিরিয়ায় আগ্রাসী দখলদারদের উপস্থিতি অব্যাহত রাখাকে অসম্ভব হিসেবে উল্লেখ করে বলেছেন, সিরিয়ার মালিক হচ্ছে সিরিয় জনগণ, নিঃসন্দেহে দেশটির ভূখণ্ডে আগ্রাসনে লিপ্তরা একদিন আত্মমর্যাদাশীল সিরিয় যুবকদের শক্তির চাপে পিছু হটতে বাধ্য হবে।

সিরিয়ার জনগণ আজ হোক বা কাল হোক তথা শিগগিরই বা বিলম্বে দখলদারদের ওপর জয়ী হবেই এবং ইয়েমেন, ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com