যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিষয় ‘রিকমেন্ড’ স্থায়ীভাবে বন্ধ করছে ফেসবুক
যুক্তরাষ্ট্রে নাগরিক ও রাজনৈতিক গ্রুপগুলোর পোস্ট স্থায়ীভাবে ‘রিকমেন্ড’ করা বন্ধ করবে ফেসবুক কর্তৃপক্ষ। বুধবার এ ঘোষণা দিয়েছেন ফেসবুক ইনকরপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। তিনি বলেছেন, ফেসবুক যেসব মানুষ ব্যবহার করেন তাদের উদ্দেশে নাগরিক ও রাজনৈতিক গ্রুপগুলো নানা পোস্ট দেন এবং সেই পোস্ট ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে বুস্ট বা সুপারিশ করার বিষয় ছিল। এখন থেকে তারা আর সেটা করবে না। এর আগে অক্টোবরে ফেসবুক বলেছিল, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে মার্কিন ব্যবহারকারীদের কাছে রাজনৈতিক গ্রুপগুলোর দেয়া পোস্ট বা সুপারিশ অস্থায়ীভিত্তিতে স্থগিত করবে তারা। কিন্তু বুধবার জাকারবার্গ বলেছেন, এই সিদ্ধান্ত তারা স্থায়ী রূপ দিচ্ছেন। বৈশ্বিক ক্ষেত্রেও তারা এমন নীতির বিস্তার ঘটাবেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।