অভিনেত্রীদের নির্যাতনের হুমকির বিরুদ্ধে বিজেপি নেতাদের বিরুদ্ধে হুঙ্কার

0

টালিউড অভিনেত্রীদের নির্যাতনের হুমকির বিরুদ্ধে বিজেপি নেতাদের বিরুদ্ধে হুঙ্কার তুলেছেন সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান।  এক প্রতিবাদ সভায় তিনি বলেন, বাংলার মেয়েদের ভয় দেখিয়ে দমন করা সম্ভব নয়।  যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী, সেখানকার মেয়েরা ধর্ষণের হুমকিকে ভয় পায় না।

সোমবারের (২৫ জানুয়ারি) ওই প্রতিবাদ সভায় নুসরাত জাহান বলেন, আমাদের ধর্ষণ করবে? সাহস থাকলে এসো।  আমাদের বাড়ির লোক আছে, ভাই আছে, দাদা আছে আমাদের মাথার উপরে।  বাংলার বাড়িতে বাড়িতে ঝাঁটা আছে, বটি আছে, খুন্তিও আছে।

অন্যায়ের বিরুদ্ধে সমবেত হয়ে এগিয়ে আসার বার্তাও শোনা গেছে নুসরাতে গলায়।  মানুষকে ‘চোখ-কান খোলা’ রাখার আহ্বান জনিয়ে তিনি বলেন, কোনো ঝামেলা হলেই নিজের দলের নারী কর্মীদের এগিয়ে দেয় বিজেপি।  কারণ মেয়েদের সম্মান করতে জানে না তারা। আজ সায়নী- দেবলীনার সঙ্গে যা হয়েছে তা যাতে আর কোনো মেয়ের সঙ্গে না হয়, সেই জন্যই এই মঞ্চে এসেছি।

এদিন পরিচালক গৌতম ঘোষ বলেন, আজ সবাইকে এই ঘটনার প্রতিবাদে ঐক্যবদ্ধ হতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি টেলিভিশন টকশো ও সোশ্যাল মিডিয়ার বিতর্ককে কেন্দ্র করে অভিনেত্রী দেবলীনা ও সায়নীকে ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠে। এর প্রতিবাদেই কলকাতায় প্রতিবাদ সমাবেশ করেন শিল্পীরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com