করোনা মহামারির তাণ্ডবে যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে যুক্তরাজ্য

0

করোনা মহামারির তাণ্ডবে যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার (১৯ জানুয়ারি) দেশটিতে এই মহামারিতে মৃত্যু হয়েছে ১৬১০ জনের। যা এখন পর্যন্ত যুক্তরাজ্যে একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। এর আগে গত ১৩ জানুয়ারি সর্বোচ্চ ১৫৬৪ জনের মৃত্যু হয়েছিল। সোমবার মৃতের সংখ্যা ছিল ৫৯৯ জন এবং রোববার ছিল ৬৭১ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৯১ হাজার ৪৭০ জন।

এদিকে, দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ধীরে ধীরে কিছুটা কমতে শুরু করেছে। মঙ্গলবার করোনায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৩ হাজার ৩৫৫ জন। যা সোমবার ছিল ৩৭ হাজার ৫৩৫ জন, রোববার ছিল ৩৮ হাজার ৫৯৮ জন। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৪ লাখ ৬৬ হাজার ৮৪৯ জন।

করোনা মহামারি ঠেকাতে যুক্তরাজ্যজুড়ে ধাপে ধাপে ভ্যাকসিন দেয়া হচ্ছে। এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪২ লাখ ৬৬ হাজার ৫৭৭ জন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com