সম্পর্ক আরও গভীর করতে কাতার ও পাকিস্তানের মধ্যকার সামরিক বৈঠক অনুষ্ঠিত
কাতার ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সামরিক সহায়তা জোরদারের লক্ষ্যে দোহায় একটি সামরিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পাক-বিমানবাহিনীর প্রধান মুজাহিদ আনওয়ার খানকে স্বাগত জানান কাতারের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ গানীম বিন শাহিন আল গানীম।
সোমবার (১৮ জানুয়ারি) কাতারের রাজধানী দোহায় এই অনুষ্ঠিত হয়।
কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, দু’দেশের সেনাপ্রধানরা বৈঠকে দু’দেশের মধ্যকার সামরিক সহায়তা ও সম্পর্ক বৃদ্ধি এবং সামরিক খাতের উন্নয়ন জোরদার করার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
বৈঠক চলাকালীন দু’দেশের উচ্চপদস্থ সেনা অফিসাররা উপস্থিত ছিলেন বলেও জানানো হয়।
উল্লেখ্য, কাতারে পাক সেনাদের কার্যক্রম বিষয়ে ১৯৮৫ সনে করা চুক্তি এবং ২০১০ সালে করা সামরিক সহায়তা চুক্তি সহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ চুক্তি এবং স্মারক সই করে দোহা ও ইসলামাবাদ। বস্তুত, তখন থেকেই দেশ দুটি শক্তিশালী সামরিক সম্পর্ক বজায় রেখে চলেছে। সেই ভিত্তিতেই গত ফেব্রুয়ারিতে পাকিস্তান ও কাতারের বিমানবাহিনী দোহায় যৌথ বিমান প্রশিক্ষণের মহড়া চালায়।