দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই: বরকত উল্লাহ বুলু

0

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করুন। তবে যারা দলের মূলধারা মানবেন না, নেতৃত্ব মানবেন না, বিদ্রোহ করবেন- তাদের বিষয়ে দলে কোনো ছাড় নেই। বিশৃঙ্খলাকারীদের ব্যাপারে কোনো আপস নেই।

গতকাল বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার  মওদুদ আহমদের সুস্থতা কামনায় সৌদি আরব বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ব্যারিস্টার মওদুদের রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিবের সভাপতিত্বে ও সহসভাপতি কেফায়েত উল্লাহ কিসমতের পরিচালনায় দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সৌদি আরব বিএনপির নেতা আ ক ম রফিকুল ইসলাম, জাকির হোসেন, শরিফুল হক সাজু, মনিরুজ্জামান তপন, আবদুস সালাম তালুকদার প্রমুখ।

সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই। গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দী। তাঁকে মুক্ত করতে হবে। এ জন্য কোনো বিভেদ নয়, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com