চলছে নতুন বছর, যে দোয়া বেশি পড়বেন

0

মহামারি করোনায় বিপদজনক সময়টিতে ইংরেজি নতুন বছরের আগমন। তাই বছরের শুরু থেকেই বিগত বছরের গোনাহ থেকে ক্ষমা প্রার্থনার পাশাপাশি সামনের দিনগুলো সুন্দর, শান্তিপূর্ণ ও কল্যাণ কামনাই সবার প্রত্যাশা।

মহামারি করোনাসহ সব বিপদ-আপদে, সুন্দর শান্তিপূর্ণ ও নিরাপদ জীবন লাভে আল্লাহর সাহায্য লাভের বিকল্প নেই। কেননা আল্লাহর সাহায্য ও অনুগ্রহ ছাড়া আর নিরাপত্তা দেয়ার ক্ষমতা যে কারো নেই।

সুতরাং বছরজুড়ে নিরাপত্তা ও কল্যাণ ভালে দুনিয়ার যাবতীয় বিপদ, শয়তানের আক্রমণ ও ইসলামি জীবন-যাপনে আল্লাহর কাছে বেশি বেশি এ প্রার্থনা করি-
اللَّهُمَّ أَدْخِلْهُ عَلَيْنَا بِالأَمْنِ ، وَالإِيمَانِ ، وَالسَّلامَةِ ، وَالإِسْلامِ ، وَرِضْوَانٍ مِنَ الرَّحْمَنِ ، وَجَوَار مِنَ الشَّيْطَانِ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল-আমনি, ওয়াল ইমানি, ওয়াস সালঅমাতি, ওয়াল ইসলামি, ওয়া রিদওয়ানিম মিনার রাহমানি, ওয়া ঝাওয়ারিম মিনাশ শায়ত্বানি।’ (আল-মুঝাম আল আওসাত)

অর্থ : `হে আল্লাহ আমাদের ঈমান, ইসলামকে নিরাপদ করুন। আমাদের সুরক্ষা দিন। দয়াময় রহমানের কল্যাণ দান করুন। শয়তানের মোকাবেলায় আমাদের সাহায্য করুন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com