কেন কানে খোঁচাখুঁচি নয়?

0

কানে ময়লা জমে চুলকাতে পারে, বা ছোট কোনো পোকাও যেতে পারে, যেতে পারে পানিও। যাই না কেন, কান আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অংশ।কোনো সমস্যা হলেই কানে কটন বাড বা অন্য কিছু দিয়ে খোঁচাখুঁচি করা যাবে না।  কারণ সব সময়ই কানে করতে খোঁচাখুঁচি বারণ করেন চিকিৎসকরা। তারা বলেন- 

  • ময়লা হাঁচি-কাশি-গোসল-ঘুম ইত্যাদি নানা জৈবিক কাজের হাত ধরেই বেরিয়ে যায়। আলাদা করে খুঁচিয়ে বের করতে হয় না
  • আঙুল বা কটন বাডস দিয়ে খোঁচাখুঁচি করলে কানের ভেতরে প্রাচীরে আঘাত লাগতে পারে 
  • সংক্রমণও হতে পারে, কমে যেতে পারে শ্রবণশক্তি, যা মারাত্মক বিপজ্জনক।  
  • কানে ময়লার পরিমাণ বেশি থাকলে, যা করতে হবে
  • অলিভ অয়েল দিয়ে রাখুন কানের ময়লা নরম হয়ে বেরিয়ে যাবে
  • গোসলের সময় পানি ঢুকলে পরিষ্কার নরম কাপড় দিয়ে মুছে নিন। বাকিটা ঠিক সময়মতো বেরিয়ে যাবে।  

কানে তীব্র ব্যথা হলে বা পানি ঢুকে বের না হলে কোনো অবহেলা করা যাবে না। দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।  

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com