বেকার সমস্যা সমাধান করতে হবে -ডা. জাফরুল্লাহ চৌধুরী
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী গ্রামগঞ্জে বেকার সমস্যা সমাধান করতে হবে। এ জন্য তৃণমূলে কারিগরি স্কুল-কলেজ বেশি প্রতিষ্ঠা করা জরুরি। সরকারের পাশাপাশি ধনবানদের এগিয়ে আসতে হবে।
গতকাল বিকালে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়ারা গ্রামের মজুমদারবাড়ী-সংলগ্ন স্থানে কলেজ প্রাঙ্গণ পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
তিনি প্রস্তাবিত হাসমতেন্নেচ্ছা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজের স্থান পরিদর্শন করেন। কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মজুমদার এবং জাহাঙ্গীর আলম মিন্টু, হুমায়ুন কবির, রেদোয়ান হোসেন সেন্টু, ডা. রৌশন জাহান পিংকি, হাবিবুর রহমান ভূঁইয়া, স্বপন কর্মকার মিঠুন প্রমুখ উপস্থিত ছিলেন।