ইতালিতে ফের লকডাউন

0

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বড়দিন এবং নতুন বর্ষবরণের বড় অংশজুড়ে লকডাউন দিয়েছে ইতালি। অত্যাবশ্যকীয় নয় এমন দোকানপাট, রেস্তোরাঁ, বার বন্ধ থাকবে। সরকারি ছুটির দিনে পুরো দেশ থাকবে বিধিনিষেধের ‘রেড জোনে’। কর্মক্ষেত্রে যাওয়া, স্বাস্থ্য ও অন্যান্য জরুরি প্রয়োজনে শুধু ইতালিয়ানদের সফরের অনুমতি দেয়া হবে।

প্রধানমন্ত্রী গসেপে কোনতে বলেছেন, এটা কোনো সহজ সিদ্ধান্ত নয়। বড়দিনের অনুষ্ঠানে করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে পারে বলে আমাদের বিশেষজ্ঞরা খুব বেশি উদ্বিগ্ন। তাই আমাদেরকে ব্যবস্থা নিতে হয়েছে।

এতে বলা হয়েছে, ইউরোপে করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইতালিতে। এই সংখ্যা এখন ৬৮ হাজারের কাছাকাছি। এ অবস্থায় এ মাসের শেষের দিকে সেখানে করোনা ভাইরাসের টিকা দেয়া শুরু হতে পারে। এর মধ্য দিয়ে করোনাভীতির অবসান শুরু হতে পারে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৬৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, ইতালিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ২১ হাজার ৭৭৮। এর মধ্যে মারা গেছে ৬৭ হাজার ৮৯৪ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১২ লাখ ২৬ হাজার ৮৬। বর্তমানে ইতালিতে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬ লাখ ২৭ হাজার ৭৯৮। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ২ হাজার ৮১৯ জন।সূত্র: বিবিসি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com