বিহারে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

0

গরু চুরির অভিযোগে ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনায় মুহাম্মদ আলমগীর (৩২) নামে এক মুসলিম যুবককে চার ঘণ্টা ধরে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় উগ্র জনতা। বুধবার সকালে পাটনার ফুলবাড়ি শরিফ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নিহতের সঙ্গে থাকা অপর ব্যক্তি প্রাণ নিয়ে পালিয়ে যায়। হত্যার অভিযোগে ইতিমধ্যে অভিযুক্ত ছয়জন গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, বুধবার ভোরে স্থানীয়রা আলমগীরকে চুরির অভিযোগে ধরে ঘণ্টার পর ঘণ্টা শারীরিকভাবে অত্যাচার করে। এতে গুরুতর অসুস্থ হয়ে পরে ওই ব্যক্তি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর আগেই নির্যাতনে শিকার ওই যুবক মারা যান।

ভারতে তথাকথিত গো-রক্ষকদের গণপিটুনিতে মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় ২০১৭ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ব্যাপারে কঠোর হওয়ার নির্দেশ দেন প্রশাসনকে। সূত্র: এনডিটিভি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com