কাশ্মীরে ভারত-পাকিস্তান ‘তীব্র গুলি বিনিময়’, পাকিস্তানের ২ সেনা নিহত
ভারি সমরাস্ত্র সজ্জিত নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাদের সঙ্গে গুলি বিনিময়ের সময় পাকিস্তানের দু’জন সেনা সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। পাকিস্তান সেনাবাহিনী বলেছে, কাশ্মীরের বিরোধপূর্ণ পাহাড়ি এলাকায় ওই গুলি বিনিময় হয়। তীব্র গুলি বিনিময়ের সময় পাকিস্তানের দু’সেনা সদস্য নায়েক শাহজাহান (৩৫) এবং সিপাহি হামিদ (২১) নিহত হয়েছেন। এতে বলা হয়, মঙ্গলবার এ ঘটনা ঘটে পাকিস্তান শাসিত কাশ্মীরের বাগসার এলাকায়। পাকিস্তান দাবি করেছে, তারাও পাল্টা জবাব দিয়েছে। এতে ভারতীয় সেনাবাহিনীর সদস্য ও সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট করে তারা কিছু উল্লেখ করেনি।
অন্যদিকে ভারতের সেনাবাহিনী এ গুলি বিনিময় নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। উল্লেখ্য, পারমাণবিক অস্ত্রধারী এই দুই দেশ এ পর্যন্ত কাশ্মীর নিয়ে দুটি যুদ্ধ করেছে। উভয় দেশই কাশ্মীরের পুরোটা তাদের নিজেদের বলে দাবি করে। কিন্তু বাস্তবে উভয় দেশ এর অংশবিশেষ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।