আমেরিকায় আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনা, একদিনে ৩৪৮৬ জনের মৃত্যু
প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। দেশটিতে আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে এই ভাইরাস।
এর তাণ্ডবে দেশটিতে গত ২৪ ঘণ্টায় (বুধবার) প্রাণ হারিয়েছে ৩ হাজার ৪৮৬ মানুষ, যা এখন পর্যন্ত একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৩ লাখ ১৪ হাজার ৫শ’।
এছাড়া দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করোনারোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯৯৬ আক্রান্ত। এতে আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭৩ লাখ ৯২ হাজার ৬১৮ জনে।