ঘর যেন সিনেমা হল, ঘরেই পাবেন শাকিব-মাহিকে

0

বৈশ্বিক মহামারি করোনাকালে মানুষের প্রযুক্তিনির্ভরতা বহুগুণ বেড়ে গেছে। মানুষ দিনের পর দিন ঘরবন্দি থাকলেও ইচ্ছেগুলোকে ভিন্ন উপায়ে হলেও পূরণ করছে। বিনোদন দুনিয়ায় সেটি আরও বেশি দেখা যাচ্ছে। করোনাকালীন শর্টফিল্ম, ওয়েব ফিল্ম তো আছেই, এমনকি বড় বড় বাজেটের ছবিগুলোও এখন অ্যাপে মুক্তি পাচ্ছে। 

এরই ধারাবাহিকতায় ঢালিউডের দুই প্রভাবশালী তারকা শাকিব খান ও মাহিয়া মাহিকেও এবার ঘরে বসেই অ্যাপে দেখা যাবে। 

গতকাল বুধবার শাকিব-মাহি জুটির বিগ বাজেটের নতুন ছবি ‘নবাব এলএলবি’ ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পেয়েছে। অনন্য মামুন পরিচালিত ছবিটি বুধবার রাত ৮টায় আই থিয়েটারে প্রকাশ করা হয়েছে। 

বাংলাদেশে প্রথম কোনও বাণিজ্যিক ছবি হিসেবে ‘নবাব এলএলবি’ ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পেলো। 

এ নিয়ে পরিচালক বলেন, ‘নতুন চ্যালেঞ্জের জন্য কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হতো। করোনা মহামারির মধ্যে সারা বিশ্বেই তো সিনেমা মুক্তি পাচ্ছে। শুধু আমরাই সেটা পারছিলাম না। যুগের সঙ্গে তাল মিলিয়েই চলতে হবে। নইলে পিছিয়ে পড়তে হবে। সেজন্যই ‘নবাব এলএলবি’ ছবিটি অনলাইনে মুক্তির ঝুঁকি নিলাম।’

ঢালিউডের নাম্বার ওয়ান খ্যাত অভিনেতা শাকিব খানও অনলাইনে ছবি মুক্তির ঝুঁকি নেয়াকে সাধুবাদ জানিয়েছেন বলে জানান পরিচালক। 

শাকিব-মাহিয়া ছাড়াও ‘নবাব এলএলবি’ ছবিতে স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রাশেদ মামুন অপু, আনোয়ার প্রমুখ অভিনয় করেছেন। সেই ছবিতেই ‘জাস্ট চিল’ শিরোনামের একটি গানে কোমড় দুলিয়েছেন হৃদি শেখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com