একটি নাম ইতিহাসে জিয়াউর রহমান, যার ছবি পাহারা দিতে হয় না, অন্যের ছবি দিতে হয়: গয়েশ্বর
স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আজকে মোছামুছির এই সন্ধিক্ষণে একদিকে মোছা একদিকে গড়া। একদিকে গড়লে পাহারা দিতে হয়। কারণ, কী ভাঙা যায় তার ছবি বানায় দেয়- এই মামলাও আমাদের বিরুদ্ধে কম না। সেই কারণেই বলছি এমন একটি নাম ইতিহাসে জিয়াউর রহমান, যার ছবি পাহারা দিতে হয় না। আর অন্যের ছবি পাহারা দিতে হয়। সেই মান্না দে‘র সেই প্রসিদ্ধ গানটি বলে শেষ করতে চাই-কাগজে লিখো নাম, যে নাম ছিড়ে যাবে, পাথরে লিখো না না, যে নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম, যে নাম চিরদিন রয়ে যাবে। এই নাম কেউ মুছে ফেলতে পারবে না মানুষের হৃদয়ে থেকে।’
১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।