ধন্যবাদ আল্লাহ, জঘন্য ট্রাম্প বিদায় নিচ্ছেন: রোহানি
ডোনাল্ড ট্রাম্পের বিদায়ে উল্লসিত ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি। তিনি বলেছেন, আমরা বাইডেনের আগমনে উৎফুল্ল নই। কিন্তু ট্রাম্পের বিদায়ধ্বনি বেজে যাওয়ায় দারুণ খুশি।
বুধবার মন্ত্রীপরিষেদের বৈঠকে এভাবেই দ্ব্যর্থহীন ভাষায় ট্রম্প সম্পর্কে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘ধন্যবাদ আল্লাহ। যুক্তরাষ্ট্রের জঘন্যতম ব্যক্তি বিদায় নিচ্ছেন। ওনার মেয়াদের শেষ কয়েকদিন চলছে। অনেকেই বলছেন বাইডেনের আগমনে আমরা অত্যধিক উল্লসিত। কিন্তু তা নয়। ট্রাম্প যাচ্ছেন, এই কারণেই আমাদের এই আনন্দ।’
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকাকালীন ইরানের সাথে সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে ওয়াশিংটনের। গত চার বছরের উত্তেজনাপূর্ণ সময় পেরিয়ে এবার নতুন শুরুর কথা ভাবছে যুক্তরাষ্ট্রও। সদ্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জো বাইডেন ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, তিনি চান ইরানের সাথে কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটাতে।
ক্ষমতায় আসার পর থেকেই তেহরানের প্রতি কঠোর মনোভাব দেখিয়েছিলেন ট্রাম্প। ২০১৮ সালে একতরফাভাবে তেহরানের সাথে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে দু’দেশের। এবছরের জানুয়ারিতে মার্কিন বিমান হামলায় বাগদাদের বিমানবন্দরে ইরানের সেনাকর্তা জেনারেল কাশেম সোলেমানি মারা যান। পরে ইরানও ইরাকে থাকা মার্কিন ঘাঁটিগুলিতে হামলা চালায়। এরপরই আমেরিকা বা মার্কিনিদের উপর আক্রমণ করলে ইরানের ৫২টি জায়গায় সামরিক হামলা চালানো হবে হুমকি দিতে থাকেন ট্রাম্প।
এমনকী ইরান যাতে করোনা ভ্যাকসিন কিনতে না পারে সে ব্যাপারেও ট্রাম্প নাকি চক্রান্ত করেন। বুধবার হাসান রৌহানি এমন অভিযোগও এনেছেন। এই সমস্ত কারণেই বাইডেনের জয় নিশ্চিত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে ইরান। সেই সাথে ট্রাম্পের পরাজয়ে নিজেদের উল্লাসও গোপন রাখতে চায়নি সেদেশের প্রশাসন।
সূত্র : ইউরো নিউজ