করোনার ভয় জয় করে শ্রদ্ধা নিবেদনে মানুষের ঢল
১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।মহামারি করোনার মধ্যে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই হাজার হাজার মানুষ স্মৃতিসৌধে এসেছেন।
বুধবার (১৬ ডিসেম্বর) বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সকাল থেকেই মানুষের ঢল নামে স্মৃতিসৌধের বেদী প্রাঙ্গণে।
সকাল ৯টার দিকে স্মৃতিসৌধের প্রধান ফটকে দেখা গেছে, দলে দলে হাজার হাজার মানুষ লাল-সবুজ রঙের পোশাক পরে হাতে জাতীয় পতাকা নিয়ে ঢুকছেন। তবে অনেকের মুখেই মাস্ক নেই। প্রধান ফটকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার নিয়ে দাঁড়িয়ে আছেন রেড ক্রিসেন্ট সোসাইটির এক ঝাঁক সদস্য। বেশিরভাগ মানুষই যেন ভুলে গেছে স্বাস্থ্যবিধির কথা।