আকসাই চীনে হেলিপোর্ট নিয়ে ভারতে উত্তেজনা

0

লাদাখের নিজেদের অংশ আকসাই চীনে হেলিপোর্ট বানানোর কাজ করছে চীনা সেনাবাহিনী। বেইজিংয়ের বিরুদ্ধে এমন অভিযোগ করেছে প্রতিবেশী দেশ ভারত। 

ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে, সাম্প্রতিক উপগ্রহ চিত্র থেকে দেখা গেছে, আকসাই চীনে নতুন নির্মাণ কাজ শুরু করেছে বেইজিং। চীনা সেনাবাহিনীর সুবিধার্থেই এই নির্মাণকাজ চলছে বলে জানা গেছে। 

পূর্ব লাদাখে সীমান্তজুড়ে একাধিক নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে চীনের সেনাবাহিনী। এবার জিনজিয়াংয়ে অর্থাৎ পূর্ব তুর্কেস্তান ও তিব্বতে নতুন করে নির্মাণ কাজ শুরু করেছে চীন। 

মূলত তাদের নজর আকসাই চীনের দিকে। এই এলাকাকে চীনা সেনাদের কাজে লাগিয়ে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে বেইজিং।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারতের দৌলত বেগ ওলডি বিমানঘাঁটির ঠিক উল্টো দিকেই চীন এই হেলিপোর্ট তৈরি করছে। ১৬ হাজার ৭শ ফুট উচ্চতায় এই দুটি নির্মাণই সীমান্তের খুব কাছে।

দৌলত বেগ ওলডি কৌশলগত দিক থেকে ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এর কাছাকাছি চীনে হেলিপোর্ট তৈরির যথেষ্ঠ কারণ রয়েছে বলে মনে করছে ভারত।    

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com