নরেন্দ্র মোদির আমন্ত্রণে সাড়া দিয়ে ভারত সফর যাচ্ছেন বরিস জনসন

0

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সাড়া দিয়ে ভারত সফর যাচ্ছেন বিট্রিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী বছরের জানুয়ারিতে ভারত সফরের কথা রয়েছে জনসনের। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি ভারত সফর করবেন।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ গ্রহণ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বরিস জনসনের উপস্থিতি নতুন যুগ এবং ভারত-যুক্তরাজ্য সম্পর্কের নতুন পর্যায়ের প্রতীক হয়ে উঠবে।

নির্ধারিত ওই সফরে তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

এর আগে, জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়া আসার পর থেকেই বরিস জনসন বলে আসছিলেন যে, তিনি নতুন নতুন দেশের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী। করোনাভাইরাস মহামারির কারণে তার সেই উদ্যোগ কিছুটা বিলম্বিত হয়েছে। ইতোমধ্যেই, যুক্তরাজ্যের অর্থনীতি ভয়াবহ ধসের মুখে পড়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com