ইরান তুর্কি সরকার ও জনগণের পাশে রয়েছে
আমেরিকার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসক্তির অভিযোগ এনেছে ইরান।
তুরস্কের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এমন অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।
রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় সোমবার তুরস্কের ওপর নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞা হিসেবে আখ্যায়িত করেছে তেহরান।
টুইটারে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, এ ঘটনায় নিষেধাজ্ঞার প্রতি যুক্তরাষ্ট্রের আসক্তি স্পষ্ট হয়েছে।
তিনি বলেন, ‘আমরা তুরস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানাই। ইরান তুর্কি সরকার ও জনগণের পাশে রয়েছে।’