টিকা দেয়ার ক্ষেত্রে শিক্ষকদের অগ্রাধিকার দেয়া উচিত: ইউনিসেফ

0

জাতিসঙ্ঘ শিশুসংস্থা ইউনিসেফ প্রধান কোভিড ১৯ এর টিকা দেয়ার ক্ষেত্রে শিক্ষকদের অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন। ইউনিসেফ প্রধান হেনরিয়েটা ফোরে মঙ্গলবার এ আহ্বান জানিয়ে বলেছেন, বিশ^জুড়ে কোভিড ১৯ শিশুশিক্ষার ব্যাপক ক্ষতি করেছে। শিক্ষা পরিস্থিতি স্বাভাবিক করতেশিক্ষকদেও টিকা দেয়া গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, স্বাস্থ্য কর্মী ও উচ্চ ঝুঁকিতে থাকা জনগণের পাশাপাশি শিক্ষকদের অগ্রাধিকার দেয়া উচিত। হেনরিয়েটা বলেন, এতে শিক্ষকরা করোনা সংক্রমণ থেকে রক্ষা পাবে এবং স্কুল খোলা সম্ভব হবে।

তিনি বলেন, পরবর্তী প্রজন্মের ভবিষ্যত নিরাপত্তায় শক্তি অনুযায়ী আমদের সবকিছু করতে হবে।

সূত্র : বাসস

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com