অবশেষে জো বাইডেনকে অভিনন্দন জানালেন পুতিন
অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্ধারণকারী অঙ্গরাজ্যসমূহের ইলেকটোরাল কলেজ ভোটে সোমবার বাইডেন বিজয়ী হওয়ায় পর পুতিন এই অভিনন্দন জানান বলে জানিয়েছে ক্রেমলিন।
এর আগে, গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের পর বিজয়ী বাইডেনকে অন্যান্য দেশের পক্ষ থেকে অভিনন্দন জানানো হলেও ক্রেমলিন বলেছিল, তারা এখনই কোনো মন্তব্য করবে না, আনুষ্ঠানিক ফলাফলের জন্য অপেক্ষা করবে।
পুতিনের বরাত দিয়ে ক্রেমলিন জানায়, ‘আমি আমার অবস্থান থেকে আপনার সাথে যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের জন্য প্রস্তুত।’
‘নির্বাচিত প্রেসিডেন্টের সফলতা কামনা করেছেন পুতিন এবং ভিন্নতার মধ্যেও বিশ্বে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায়ে বিশেষ ভূমিকা পালনকারী রাশিয়া ও যুক্তরাষ্ট্র পৃথিবীর নানাবিধ সমস্যা এবং চ্যালেঞ্জসমূহ সমাধানে সহযোগিতা করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি,’ জানায় ক্রেমলিন।
সূত্র : রয়টার্স