জলবায়ু নিয়ে গ্রেটার বক্তব্য প্রত্যাখ্যান জাসিন্দার

0

জলবায়ু পরিবর্তন নিয়ে পরিবেশকর্মী গ্রেটা থানবার্গের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন।

 নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী গত ২ ডিসেম্বর জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আগামী ২০২৫ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমাতে কর্মসূচি ঘোষণা করেছেন।

এ ঘোষণাকে জলবায়ু পরিবর্তনে ‘নিউজিল্যান্ডের তথাকথিত জরুরি পদক্ষেপ’ আখ্যা দিয়ে গত ১৩ ডিসেম্বার টুইটারে পোস্ট দেন গ্রেটা। খবর রয়টার্সের।

সোমবার এক বক্তৃতায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমরা ১ কোটি ৪২ লাখ মার্কিন ডলারের তহবিল গঠন করছি।

এ দিয়ে আমরা কার্বন নিঃসরণ কমাতে ২০২৫ সালের মধ্যে কয়লাচালিত বয়লারগুলোর পরিবর্তে বিদ্যুৎচালিত বয়লার প্রতিস্থাপন করব এবং রাস্তায় চলবে হাইব্রিড গাড়ি। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com