কলকাতায় বসে চীন-পাকিস্তানকে হুঁশিয়ারি
ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত সোমবার কলকাতা থেকে সাফ জানিয়ে দিলেন, চীন- পাকিস্তানের দৌরাত্ম্য রুখতে ভারতের তিন বাহিনীই প্রস্তুত আছে। বিপিন রাওয়াত কলকাতার গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স-এ ভারতে তৈরি নীলগিরি ক্লাস সেভেন্টিন ফ্রিগেট এর উদ্বোধন করতে এসে এ কথা বলেন। সোমবারের এই অনুষ্ঠানে বিপিন রাওয়াত বলেন, ভারতের করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে চীন তিব্বতে ঢুকে ভারত – চীন সীমান্তের ভূগোল পাল্টে দেয়ার চেষ্টা করছে। ভারত তা হতে দেবে না। স্থল, বিমান এবং নৌবাহিনী প্রস্তুত আছে। তিনি জানান, এখনও সীমান্তে ভারত, চীন সেনারা স্ট্যান্ড অফ পজিশনে মুখোমুখি অবস্থান করছে। প্রয়োজনে ভারত যুদ্ধে যেতেও প্রস্তুত। পাকিস্তান বারবার ভারত ভূখণ্ডে ঢুকে যে সেনা স্পনসর্ড জঙ্গি হানা চালাচ্ছে সে ব্যাপারে উল্লেখ করে চিফ ডিফেন্স স্টাফ জানান, সোজা আঙুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়।
প্রয়োজনে ভারত চরম ব্যবস্থা নেবে। বিপিন রাওয়াত হলেন ভারতের প্রথম চিফ অফ আর্মি স্টাফ। এর আগে সেনাবাহিনীতে ফিল্ডমার্শাল পদটি সর্বোচ্চ ছিল। স্যাম মানেকশ এই পদের অধিকারী ছিলেন।