করোনাভাইরাসের এক নতুন প্রজাতির সন্ধান ব্রিটেনে

0

দক্ষিণ ইংল্যান্ডে করোনাভাইরাসের এখন নতুন প্রজাতির খোঁজ পেলেন বিজ্ঞানীরা। বর্তমানে বিদ্যমান কোভিড-১৯-এর প্রজাতির চেয়ে থেকে অনেক দ্রুত ওই ভাইরাস ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক জানিয়েছেন, সম্প্রতি লন্ডনে দ্রুত করোনা সংক্রমণ বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। দেখা মিলছে করোনার নতুন এক প্রজাতির। এনিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে লন্ডনে।

বুধবার থেকে ব্রিটেনে চালু হচ্ছে টায়ার থ্রি অ্যালার্ট। এর ফলে বন্ধ হচ্ছে পাব, রেস্টুরেন্ট ও অন্যান্য বিনোদনের জায়গা। ম্য়াট হ্যানককের দাবি, এই ধরেনের পদক্ষেপ নেয়ার প্রয়োজন ছিল। শুধুমাত্র মানুষকে সংক্রমণ থেকে বাঁচানোর জন্যই নয় বরং আমরা দেখেছি আগে থেকে ব্যবস্থা নিলে বড় সমস্যা থেকে বাঁচা যায়।

বর্তমানে ব্রিটেনে চলছে টায়ার ২ সতর্কতা। এর অর্থ অত্যাবশ্যকীয় নয় এমন দোকান ও পরিষেবা চালু রাখা যাবে। আর টায়ার ৩ মানে অতি সতর্কতা জারি।

লন্ডনে করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে শহরের মেয়র সাদিক খান বলেন, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এক্ষেত্রে পাব, রেস্চুরেন্টগুলি অত্যন্ত বিপদজনক হয়ে উঠতে পারে।

উল্লেখ্য, লন্ডনে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২,০১,০০০ জন। মৃত্যু হয়েছে ৭,০০০ জনের।
সূত্র : জি নিউজ

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com