ইরানিরা ৪৪৪টির বেশি যুদ্ধ মোকাবেলা করেছে
ইরানিরা ঐক্যবদ্ধভাবে এ পর্যন্ত ৪৪৪টির যুদ্ধ মোকাবেলা করেছে। এ তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
তিনি আজ (সোমবার) এক টুইটার বার্তায় বলেছেন, ” কয়েক হাজার বছরের গর্বিত ইতিহাসে আমরা ইরানিরা বর্ণ, ভাষা ও বিশ্বাসের উর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে এবং পরস্পরের পাশে থেকে ৪৪৪টির বেশি চাপিয়ে দেওয়া যুদ্ধ মোকাবেলা করেছি।”
তিনি আরও বলেন, এ কারণেই ইরান হচ্ছে বিশ্বের প্রাচীনতম জীবন্ত সভ্যতার দেশ।
বর্তমানে বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি ইরানকে দুর্বল করতে সব ধরণের চেষ্টা চালাচ্ছে। একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ইরানিরা সব ধরণের চাপ ও হুমকি মোকাবেলা করে নিজেদের অবস্থান ক্রমেই শক্তিশালী করছে।
ইরানের মুসলিম জাতির প্রতিরোধ বিশ্বের অন্যান্য মজলুম জাতিকেও অন্যায়ের মোকাবেলায় দৃঢ় অবস্থান নিতে উৎসাহ যোগাচ্ছে।