পুরুষের প্রতি যৌন সহিংসতা বন্ধে মৃত্যুদণ্ড বিধানের দাবি
পুরুষের প্রতি যৌন সহিংসতা বন্ধ করার লক্ষ্যে লিঙ্গ কর্তন বা অন্য কোন উপায়ে পুরুষত্বহীন করার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান করার দাবিতে মানববন্ধন করেছে এইড ফর মেন ফাউন্ডেশন নামে একটি সংগঠন। মঙ্গলবার সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পুরুষের প্রতি যৌন সহিংসতা হিসেবে লিঙ্গ কর্তনের ঘটনা বেড়েই চলছে। কখনো স্ত্রীর দ্বারা বা কখনো অন্য দুর্বৃত্তদের দ্বারা পুরুষাঙ্গ কর্তনেরর মতো নৃশংস অপরাধের শিকার হচ্ছে পুরুষ। এই অপরাধের ফলে যৌন জীবনও পিতৃত্বের ক্ষমতা আজীবনের মত হারিয়ে ফেলছে পুরুষ। অনেক সময় গুরুতর জখম এর ফলে মৃত্যুবরণ করছে। অথচ অপরাধের মাত্রা ও ভিকটিম পুরুষের ক্ষতির তুলনায় লিঙ্গ কর্তনের অপরাধীদের অনেক লঘু শাস্তি হচ্ছে। আমরা লিঙ্গ কর্তনের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দাবি জানাচ্ছি।
বক্তারা আরো বলেন, পুরুষাঙ্গ কর্তনকে ধর্ষণতুল্য অপরাধ বা ধর্ষণের চেয়েও গুরুতর অপরাধ ও যৌন সহিংসতা হিসেবে বিবেচনা করা উচিত। কারণ, একজন ধর্ষণের শিকার নারী চাইলে পুনরায় বিয়ে করতে পারেন, সন্তান জন্ম দিতে পারেন, যৌন জীবনে সুখী থাকতে পারেন। কিন্তু লিঙ্গ কর্তনের শিকার একজন পুরুষ জীবনে আর বিয়ে করতে পারেন না। যৌন জীবনে সুখী থাকতে পারেন না। সন্তান জন্ম দিতে পারেন না। মৃত্যু ঝুঁকি এড়িয়ে বেঁচে গেলেও লিঙ্গ কর্তনের শিকার পুরুষকে আজীবন অপূরণীয় ক্ষতি নিয়ে বেঁচে থাকতে হয়, যা খুবই অমানবিক। তাই ধর্ষণের শাস্তি যেমন মৃত্যুদণ্ড তেমনি পুরুষাঙ্গ কর্তনের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান থাকা আবশ্যক।