ইরাক যুদ্ধের নেতৃত্বে দেওয়া ব্যক্তি হচ্ছেন বাইডেনের প্রতিরক্ষামন্ত্রী

0

যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন অবসরপ্রাপ্ত জেনারেল লিওড অস্টিন। প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে লিওড অস্টিনকে প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এই নিয়োগের মধ্য দিয়ে বাইডেন প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হলো অস্টিনকে।

এর আগে বারাক ওবামা প্রশাসনের কেন্দ্রীয় কমান্ডের প্রধান হিসেবে সাত বছর দায়িত্ব পালন করেছেনে অস্টিন। ৬৭ বছর বয়সী লয়েড অস্টিন ইরাক এবং আফগানিস্তানে যুদ্ধ করেছেন। তিনি গত চার দশক মার্কিন সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছেন।আগামী ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন জো বাইডেন। তার আগেই প্রতিরক্ষার পাশাপাশি স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে কারা থাকবেন তাও ঠিক করে ফেলেছেন তিনি। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com