অবরোধ বিবেচনা করছে ইইউ, ‘মাথা নত করবে না তুরস্ক’
ভূমধ্যসাগরে গ্যাস অনুসন্ধান নিয়ে বিরোধে তুরস্কের বিরুদ্ধে অবরোধ দেয়ার কথা বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা এমন অবরোধ দেয়ার মতো অবস্থা মূল্যায়ন করেছেন সোমবার। আগামী ১০ ও ১১ই ডিসেম্বর ইইউ নেতাদের বৈঠক বসছে। সেই বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে।
তবে জবাবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান বলেছেন, তার দেশ কোন হুমকি বা ব্লাকমেইলের কাছে মাথা নত করবে না। উপরন্ত তিনি সঙ্কট নিয়ে আলোচনার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গ্রিক পররাষ্ট্রমন্ত্রী নিকোস ডেনডিয়াস বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সব সদস্যদেশ সোমবার একমত হয়েছে যে, পূর্ব ভূমধ্যসাগরে বিরোধপূর্ণ জলসীমায় অনুসন্ধান কাজ থেকে কোনো ইতিবাচক পরিবর্তন ঘটেনি তুরস্কের।
এতে এটা পরিষ্কার হয়ে যায় যে, তুরস্কের বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, আগস্টে ন্যাটোর মিত্র ও ইইউয়ের সদস্যপদ প্রার্থী তুরস্ক জ্বালানি অনুসন্ধানে একটি জাহাজ পাঠায় জলসীমায়। কিন্তু তারা যে জলসীমায় অনুসন্ধান শুরু করে তার মালিকানা দাবি করেছে গ্রিসও। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে।