এই প্রথম নিজস্ব প্রযুক্তিতে হেলিকপ্টার ইঞ্জিন তৈরি করল তুরস্ক

0

এই প্রথম সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি হেলিকপ্টার ইঞ্জিনের প্রাথমিক ট্রায়াল দিল তুরস্ক। দেশটির এসকেশেহর প্রদেশে তুসাস ইঞ্জিন ইন্ডাস্ট্রির তৈরি টার্বোসফট ইঞ্জিনের সফল পরীক্ষা চালাতে সক্ষম হয় তুর্কি প্রতিরক্ষা দফতর।

শনিবার (৫ ডিসেম্বর) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি এ খবর জানিয়েছে।

জানা যায়, তুরস্কের তৈরি এই ইঞ্জিনটি তুর্কি সামরিক বাহিনীর মাল্টিরোল হেলিকপ্টার টি৬২৫ গোকবে’তে ব্যবহার করা হবে। সে সঙ্গে বাজারের চাহিদা অনুযায়ী অন্যান্য হেলিকপ্টারেও ব্যবহার করা হবে। তুরস্কের তৈরি এই ইঞ্জিনটি প্রায় ১৬০০ হর্সপাওয়ারের শক্তি উৎপন্ন করে।

এ বিষয়ে তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ভার্নাক বলেন, এর মাধ্যমে আমরা বছরে অন্তত ৬০ মিলিয়ন ডলারের সামরিক আমদানি এড়াতে পারব।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com