প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষক ও শ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ
জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষক ও পোশাক শ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ।
সোমবার (৭ ডিসেম্বর) ভোর পৌনে ৫টার দিকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়।
ঘুমন্ত অবস্থায় তাদের ওপর লাঠিচার্জ করা হয়ে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। এ সময় তাদের দিকে পানি ছোড়া হয় বলেও অভিযোগ করেন তারা।
এঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
তবে লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছেন ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যরা।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই স্ব স্ব দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করে আসছিলেন স্বতন্ত্র এতবেদায়ী মাদ্রাসা শিক্ষক, প্রাথমিক সহকারী শিক্ষক ২০১৮ প্যানেল প্রত্যাশী, তাজরিন গার্মেন্টস ও এওয়ান গার্মেন্টসে কর্মরত শত শত মানুষ।