খেলরত্ন ফিরিয়ে দেব, মোদিকে হুঁশিয়ারি বিজেন্দরের

0

মোদি সরকারের ওপর চাপ বাড়ালেন ভারতের তারকা বক্সার বিজেন্দর সিং। সতর্ক করে বলেছেন, প্রস্তাবিত কৃষক বিল প্রত্যাহার না করা হলে নিজের রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ফিরিয়ে দেবেন তিনি।

রবিবার সীমান্তে (হরিয়ানা-দিল্লি) কৃষকদের সঙ্গে যোগ দিয়েছিলেন বিজেন্দর সিং। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই অবস্থান কর্মসূচি ১১ দিনে পড়ল।

সেখানে উপস্থিত কৃষকদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্সার বলেন, ‘আমাদের পাঞ্জাবের ভাই বোনেরা এখানে আসায় আমিও যোগ দিয়েছি। বিগ ব্রাদার পাঞ্জাব থাকলে হরিয়ানা কেন পিছিয়ে থাকবে! এই কালো আইন তুলে না নিলে আমি আমার সর্বোচ্চ পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন ফিরিয়ে দেব। কৃষকদের মধ্যে ঐক্য আগেও ছিল। ভবিষ্যতেও থাকবে।’

২০১৯ সালে লোকসভা ভোটের আগে কংগ্রেসে যোগ দেন বিজেন্দর। ভোটেও লড়েন। তবে হেরে যান বিজেপি প্রার্থীর কাছে।

কৃষি বিল নিয়ে চলতি বিতর্কের মধ্যেই দেশটির জাতীয় দলের বক্সিং কোচ গুরবক্স সিং সান্ধুও নিজের দ্রোণাচার্য পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

এর আগে ভারতীয় সাহিত্য একাডেমি পুরস্কার বিজেতা মোহনজিত, শিক্ষাবিদ জসবিন্দর সিং স্বরাজবীর নিজেদের কেন্দ্রীয় পুরস্কার ফেরত দেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com