লাদাখ সংকটের মধ্যেই অরুণাচলে তিন গ্রাম চীনের

0

পূর্ব লাদাখে ভারত-চীন সংঘাত এখনও মেটেনি। তার মধ্যেই এমন ছবি সামনে এলো, যাতে অরুণাচল সীমান্তেও দিল্লি- বেইজিং সম্পর্কের উত্তাপ আরও বাড়িয়ে দেয়ার জন্য যথেষ্ট।

সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টের ছবিতে স্পষ্ট, অরুণাচল সীমান্তের খুব কাছে নতুন করে অন্তত তিনটি গ্রাম তৈরি করে ফেলেছে শি জিনপিং সরকার। নয়াদিল্লি এখনও এ নিয়ে কোনো মন্তব্য না করলেও, বিষয়টির ওপর সতর্ক নজর রয়েছে মোদি সরকারের। আনন্দবাজার।

ভারত-চীন-ভুটান- এই তিন দেশের সীমান্তে অবস্থিত বুম লা (গিরিপথ)। এই গিরিপথের জংশনে ভারতের সীমান্ত থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে নিজেদের ভূখণ্ডে গত এক বছরে অন্তত তিনটি গ্রাম তৈরি করেছে চীন।

সম্প্র্রতি প্রকাশিত ‘প্ল্যানেট ল্যাব’ নামে একটি সংস্থার রিপোর্টে যে উপগ্রহ চিত্র মিলেছে, তাতে এই তিনটি গ্রাম তৈরির ছবি ধরা পড়েছে। এই গ্রামগুলো ডোকালাম থেকে মাত্র ৭ কিলোমিটারের মধ্যে।

উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে এ বছরের ১৭ ফেব্রুয়ারি একটি মাত্র গ্রাম ছিল। তাতে ২০টি কাঠামো ছিল। ২৮ নভেম্বরের আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, আরও অন্তত তিনটি এনক্লেভ তৈরি হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com