করোনা নিষেধাজ্ঞা ভাঙতেই গুলি করে হত্যা , আতঙ্ক ছড়াচ্ছে উত্তর কোরিয়ায়

0

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ প্রবলভাবে জারি করা হয়েছে উত্তর কোরিয়ায়। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করলেই কঠিন শাস্তির বিধান দেওয়া হয়েছে। রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে নিয়ম ভাঙলেই অভিযুক্তকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে ফায়ারিং স্কোয়াডের সামনে।

রেডিও ফ্রি এশিয়ার প্রতিবেদনে বলা হয় , গত ২৮শে নভেম্বর উত্তর কোরিয়ার এক নাগরিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে বন্ধ থাকা সীমান্ত পেরিয়ে চোরাচালান করার চেষ্টার কারণে। জানা গেছে, ওই ব্যক্তি নিজের বিজনেস পার্টনারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তার বিজনেস পার্টনার ছিলেন চীনের নাগরিক । প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে উত্তর কোরিয়ার অন্যান্য নাগরিকদের মধ্যে।

প্রতিবেদনে আরো বলা হয় যে, উত্তর কোরিয়ার নাগরিকদের ভয় দেখাতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। উল্লেখ্য, চীনের সঙ্গে ৮৮০ মাইল সীমান্ত জুড়ে রয়েছে উত্তর কোরিয়ার। করোনা ছড়ানোর শুরু থেকেই সেই সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। দুই দেশের পর্যটকদের মধ্যে যাতায়াতে নিষেধাজ্ঞা টানা হয়েছে।

যদিও উত্তর কোরিয়ায় কোনও করোনা আক্রান্ত নেই বলে দাবি শাসক কিম জং উনের। উত্তর কোরিয়ার মত কোনও দেশ এই সাফল্য দেখাতে পারেনি। তবে পরে কিম জানান, চীন থেকে হলুদ ধুলো ছড়ানো হচ্ছে। এই হলুদ ধুলোর পরিমাণ এত বেশি যে তা ঝড়ের আকার নিয়েছে। উত্তর কোরিয়ার প্রশাসনের পক্ষ থেকে এই মর্মে জনগণকে সতর্ক করা হয়। বলা হয় এই হলুদ ধুলোর ঝড় করোনা সংক্রমণ আরও বাড়িয়ে দিতে পারে।

কিমের এই বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। কিম সরকার জানায়, যদি একান্ত প্রয়োজনে মানুষকে রাস্তায় বেরোতেই হয়, তবে মাস্ক পরা বাধ্যতামূলক।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com