এবার ভারতে পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ধর্ষণের ঘটনায় প্রায়ই ভারতের বিভিন্ন রাজ্য বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। এর আগে উত্তরপ্রদেশে দলিত নারীকে গণধর্ষণের মামলা না নেওয়ার অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে। এবার স্বয়ং এই প্রদেশেই এক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ধর্ষণের অভিযোগ ওঠায় রাজ্যের আলীগড় জেলার কোয়ার্সি থানায় কর্মরত ওই পুলিশ কর্মকর্তাকে এরইমধ্যে বহিষ্কার করা হয়েছে বলে পুলিশ সুপার কুলদিপ সিংহ জানিয়েছেন।
কুলদিপ বলেন, ভিকটিম নারীর অভিযোগের প্রেক্ষিতে কোয়ার্সি থানায় একটি মামলা হয়েছে। ওই নারী অভিযোগ করেছেন, অপরাধ শাখার একজন পুলিশ পরিদর্শক তাকে ধর্ষণ করেছে এবং মোবাইল ফোনে অশ্লীল কাজ করতে প্ররোচিত করেছে।
অভিযুক্ত ওই পুলিশ পরিদর্শককে বরখাস্ত করে এ ঘটনার আরও অধিকতর তদন্ত চলছে বলে পুলিশ সুপার জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএনআই।