দিলীপকে ‘গরুর দুধে সোনা’ খোঁজার স্মৃতি মনে করালেন মিমি
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপর ক্ষেপেছেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী।
দিনকয়েক আগে একটি সভা থেকে দিলীপ ঘোষ বক্তৃতা দেওয়ার সময় রাজ্য সরকারকে দুষছিলেন। ঠিক সেই সময় স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন তিনি। কথা বলার সময় রীতিমতো রাজ্যের প্রশাসনিক প্রধানকে গালিগালাজও করে বসেন।
এছাড়া হুমকির সুরে ‘বেশি বাড়াবাড়ি না করার’ বার্তাও দেন বিজেপি রাজ্য সভাপতি।
এরপর টুইটে দিলীপ ঘোষকে একহাত নিয়েছেন যাদবপুরের তারকা সাংসদ মিমি। বিজেপি রাজ্য সভাপতি কী শালীনতার সীমা ছাড়ানোর অভ্যাস শুরু করলেন, সে প্রশ্ন তুলেছেন তিনি।
মিমি লিখেছেন, ‘গরুর দুধে সোনা খুঁজে নিজের শিক্ষার পরিচয় আগেই দিয়েছিলেন। এবার কি রোজ রোজ শালীনতার সীমা ছাড়ানোর অভ্যাস শুরু করলেন, @DilipGhoshBJP বাবু? দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে গালাগালি? ছিঃ!’https://platform.twitter.com/embed/index.html?dnt=false&embedId=twitter-widget-0&frame=false&hideCard=false&hideThread=false&id=1335270255837396993&lang=en&origin=https%3A%2F%2Fwww.deshrupantor.com%2Fentertainment%2F2020%2F12%2F06%2F262833&theme=light&widgetsVersion=ed20a2b%3A1601588405575&width=550px