ডিক্যাপ্রিওকে চান পূর্ণিমা
নব্বইয়ের দশকের শেষ দিকে মুক্তি পাওয়া বহুল জনপ্রিয় ‘টাইটানিক’ ছবিতে জ্যাক চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে সুখ্যাতি অর্জন করেছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ওই ছবিতে ডিক্যাপ্রিওর বিপরীতে রোজ চরিত্রে ছিলেন কেট উইন্সলেট।
বিশ্বের দেশে তুমুল জনপ্রিয়তা পাওয়া ও বক্স অফিসে রেকর্ড হিট ওই ছবিটি বাংলা ভাষায় রিমেক হচ্ছে! না, তেমন কিছু নয়। কিন্তু ভবিষ্যতে যদি রিমেক হয় তবে রোজ চরিত্রে অভিনয় করবেন পূর্ণিমা। তাহলে জ্যাক চরিত্রে কে?
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তেমনই প্রশ্নের মুখে পড়তে হয় এই ঢালিউড অভিনেত্রীকে।
পূর্ণিমার সাফ উত্তর- ‘লিওনার্দো ডিক্যাপ্রিওকেই আমি জ্যাক চরিত্রে চাইবো।’
তবে ওই অনুষ্ঠানের সঞ্চালক ওই চরিত্রের জন্য বিকল্প হিসেবে দ্বিতীয় কিংবা তৃতীয় কারও নাম জানতে চাইলেও পূর্ণিমা তার সিদ্ধান্তে অটল থাকেন। নায়িকার স্পষ্ট কথা- ‘এতে ডিক্যাপ্রিওকেই লাগবে আমার।’
বিশ্বনন্দিত ‘টাইটানিক’ ছবিটি যখন মুক্তি পায় ওই বছর পূর্ণিমা ছিলেন নবম শ্রেণির ছাত্রী। তবে ওই বছরই জাকির হোসেন রাজুর ‘এ জীবন তোমার আমার’ ছবি দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় পূর্ণিমার। একই বছর একই পরিচালকের ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’ ছবি দিয়ে সবার নজর করেন এ অভিনেত্রী।
এরপর অভিনয় জীবনে অসংখ্য জনপ্রিয় ও ব্যবসা সফল সিনেমা উপহার দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ অভিনয় শিল্পী।