বাইডেনকে আমন্ত্রণ জানাল ইইউ

0

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এক বৈঠকে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তাকে আমন্ত্রণ জানিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল। ২০২১ সালে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ওই বৈঠক হওয়ার কথা রয়েছে।

চার্লস মাইকেল এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন। চার্লস মাইকেল বলেছেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কথা হয়েছে, তাকে আগামী বছর ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বিশেষ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আরো বলেছেন, করোনাভাইরাস, জলবায়ু, নিরাপত্তা ইস্যুতে একযোগে কাজ করার সময় এসেছে। আবারও একটি শক্তিশালী ইইউ-আমেরিকার জোট গড়ে তোলা হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com