ভারী ঝুমকা পরলে কানে ব্যথা, কী করবেন

0

যে কোনো উৎসব অনুষ্ঠানে নারীরা সাধারণত ট্র্যাডিশনাল ড্রেস পরতে পছন্দ করেন। আর শাড়ি, চুড়িদার, সালোয়ার কামিজের সঙ্গে ম্যাচিং করে ভারী কানের দুল পরতেও পছন্দ করেন। 

তবে ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকে ভারী কানের দুল পরতে চান না।  তার কারণ হচ্ছে কানে প্রচণ্ড ব্যথা হওয়া। 

তবে আপনি জানেন কী কিছু নিয়ম মেনে চললে এ ব্যথা সমস্যা আর হবে না। 

যা করলে কান ব্যথা হবে না

১. ভারী ঝুমকা পরার আগে কানে ক্রিম বা তেল লাগিয়ে নিন। এতে কানের ত্বক নরম হবে, ঝুমকা পরার কারণে কানে জ্বালা বা ব্যথা হবে না। 

২. সব জায়গায় ভারী ঝুমকা পরা থেকে বিরত থাকুন। ব্যথা এড়াতে একটা অনুষ্ঠানে হালকা কানের দুল পরতেই পারেন।

৩. দীর্ঘক্ষণ ভারী কানের দুল পরে থাকবেন না। ছবি তোলা শেষ করে বা অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে আপনি হালকা কানের দুল পরে ভারী ঝুমকা খুলে ফেলতে পারেন। এতে আপনার কানে খুব বেশি ব্যথা হবে না।

৪. ভারী কানের দুলের সঙ্গে চেন পরুন। ভারী কানের দুলের ওজন কমাতে আপনি চেন ব্যবহার করতে পারেন। এতে আপনার কানে ব্যথা হবে না!

তথ্যসূত্র: বোল্ডস্কাই

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com