গুলি করে পাকিস্তানি নাগরিককে হত্যা করেছে ভারতীয় বিএসএফ

0

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলি করে এক পাকিস্তানি নাগরিককে হত্যা করেছে।

সোমবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তে এ ঘটনা ঘটে।

বিএসএফের দাবি, নিহত ওই পাকিস্তানি অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসএফ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে বলে ইন্ডিয়া টুডে জানিয়েছে।

বিএসএফ দাবি করে বলছে, সাম্বার চক ফকির আন্তর্জাতিক সীমান্তে এক ব্যক্তির গতবিধি সন্দেহজনক মনে হয়। পাকিস্তানের দিক থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। বিএসএফ সতর্ক করা সত্ত্বেও তা উপেক্ষা করে ওই ব্যক্তি কাঁটাতারের বেড়া বরাবর হাঁটতে থাকেন। একপর্যায়ে কাঁটাতার পার হয়ে ভারতীয় অংশে ঢুকে পড়ার চেষ্টা করেন। তখন বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন ওই পাকিস্তানি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com