যুদ্ধ লাগাতে পারেন ‘খুবই দুর্বল’ বাইডেন, আশঙ্কা চীনের
জো বাইডেন ক্ষমতায় এসেছে বলেই রাতারাতি আমেরিকার সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে যাবে, এমন ভাবা অনুচিত। বরং ওয়াশিংটন আরো কড়া পদক্ষেপ নিতে পারে। সেজন্য তৈরি থাকা উচিত বেইজিংয়ের। মনে করছেন চীন সরকারের এক উপদেষ্টা।
অ্যাডভানসড ইনস্টিটিউট অফ গ্লোবাল অ্যান্ড কন্টেম্পোরারি চায়না স্টাডিজ–এর ডিন জেং ইয়ঙ্গনিয়ান এই মত পোষণ করছেন। তিনি জিনপিং সরকারের উপদেষ্টাও। তার মতে, চীনকে এগিয়ে এসে আমেরিকার সঙ্গে সম্পর্ক মেরামত করা উচিত। সাউথ চায়না মর্নিং পোস্ট এই তথ্য তুলে ধরেছে।
গুয়াংঝৌয়ের একটি আলোচনাসভায় জেং বলেন, ‘পরিস্থিতি আর আগের মতো নেই। ঠান্ডা যুদ্ধের মানসিকতা এখনো রয়েছে। রাতারাতি তা কাটবেও না।’
তার মতে, আমেরিকার সমাজ দ্বিধাবিভক্ত। বাইডেন কিছু করতে পারবেন বলে মনে হয় না। প্রেসিডেন্ট হিসেবে দুর্বল তিনি। তাই অভ্যন্তরীণ সমস্যা মেটাতে না পারলে, কূটনৈতিক ক্ষেত্রেই নজর দেবেন তিনি। সে ক্ষেত্রে চীনের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারেন উনি। অনেকে হয়তো বলবেন, ট্রাম্প গণতন্ত্র এবং বাক স্বাধীনতার বিরোধী। বাইডেন নন।
কিন্তু আমার মতে, ট্রাম্প যুদ্ধে আগ্রহী নন। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট যে কোনো মুহূর্তে যুদ্ধ বাধিয়ে ফেলতে পারেন।’
সূত্র : আজকাল