ঘরের সাথে স্বপ্নও পুড়ে ছাই, ধ্বংসস্তুপে শেষ সম্বলের খোঁজে বস্তিবাসী

0

আগুনে সব কিছুর সাথে পুড়ে ছাই হয়ে গেছে রাজধানীর সাততলা বস্তির বাসিন্দাদের স্বপ্ন ও বেঁচে থাকার অবলম্বন। সর্বস্বান্ত মানুষেরা এখন ধ্বংসস্তুপের মধ্যে হাতড়ে বেড়াচ্ছেন তাদের শেষ সম্বল। কেউ কেউ ধ্বংসস্তুপের মাঝে খুঁজছে অগ্নিকাণ্ডে বেঁচে যাওয়া মূল্যবান অলঙ্কার কিংবা রুটিরুজির অবলম্বন ড্রাইভিং লাইসেন্স। অগ্নিকাণ্ডের পর এমন দৃশ্য চোখে পরে মহাখালীর সাততলা বস্তিতে।

সোমবার রাতের ভয়াবহ আগুনে ওই বস্তির ৫০টিরও বেশি ঘর ও দোকান পুড়ে গেছে বলে জানা গেছে।

সরজমিনে দেখা যায়, চারদিকে পোড়া ভস্মের মাঝে বস্তিবাসীরা খুঁজে বেড়াচ্ছে বেঁচে থাকার আশা। পোড়া ঘরে কয়লা হওয়া জিনিসপত্রের মধ্যে নিজের ড্রাইভিং লাইসেন্সটি খুঁজছেন বস্তির এক সিএনজি চালক। আগুন তার সবকিছু পুড়ে পথে বসিয়ে দিয়েছে। তারপরও জীবিকার শেষ অবলম্বনটি খুঁজছেন পোড়া, আধাপোড়া জিনিসপত্রের মধ্যে। কেউ কেউ দাঁড়িয়ে দেখছেন তার কষ্টে গড়ে তোলা আশ্রয়ের ধ্বংসস্তুপ।

উল্লেখ্য, মহাখালীর সাততলা বস্তিতে সোমবার রাত পৌনে ১২টার দিকে লাগা ওই আগুন রাত ১টার দিকে নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সে বিষয়ে এখনো জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের বিষয়েও কোনো তথ্য জানা যায়নি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com