শহীদ জিয়ার আদর্শের ধারক ও বাহক তারেক রহমান: আলাল
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জেডআরএফ সম্পূর্ণ ব্যতিক্রমী সংগঠন, যা শহীদ জিয়ার স্বপ্ন ও আদর্শ নিয়ে প্রতিষ্ঠিত। শহীদ জিয়ার আদর্শের ধারক ও বাহক তারেক রহমান। যিনি পিতার মতো স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান ও বাস্তবায়নের চেষ্টা করেন। তিনি দেশ থেকে নেয়ার জন্য নয় দেয়ার জন্য রাজনীতি করেন।
আলাল বলেন, আজকে গণতন্ত্রেও জন্য বাংলাদেশে তার উপস্থিতি একান্ত কাম্য। তার জন্য দেশের কোটি কোটি হাত আল্লাহর কাছে প্রার্থনা করেন। যারা ভিন্ন মত সহ্য করতে পারে না তাদের ভ্যাকসিন হলো তারেক রহমান। করোনা আওয়ামী লীগের জন্যও ভ্যাকসিন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে গতকাল সোমবার রাতে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত এক ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।